الآداب للبيهقي
Al-Adab lil-Bayhaqi
আল-আদাব লিল-বায়হাক্বী
745 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحُسَيْنُ بْنُ شُجَاعٍ الرُّصَافِيُّ، بِبَغْدَادَ، أَنْبَأَنَا أَبُو بَكْرِ بْنُ الْإِيَادِيِّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا الْمِنْهَالُ بْنُ خَلِيفَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا مَا فَرِحْنَا بِشَيْءٍ مُنْذُ عَرَفْنَا الْإِسْلَامَ فَرَحِنَا بِهِ قَالَ: «إِنَّ الْمُؤْمِنَ يُؤْجَرُ فِي هِدَايَتِهِ السَّبِيلَ، وَإِمَاطَتِهِ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَفِي تَعْبِيرِهِ بِلِسَانِهِ عَنِ الْأَعْجَمِ، وَأَنَّهُ يُؤْجَرُ فِي إِتْيَانِهِ أَهْلَهُ، حَتَّى إِنَّهُ لَيُؤْجَرُ فِي السِّلْعَةِ تَكُونُ فِي طَرَفِ ثَوْبِهِ فَيَلْمَسُهَا فَتُخْطِئُهَا كَفُّهُ فَيَخْفِقُ لَهَا فُؤَادُهُ فَتُرَدُّ عَلَيْهِ وَيُكْتَبُ لَهُ أَجْرُهَا»
অনুবাদঃ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি হাদীস শুনিয়েছেন যে, ইসলাম গ্রহণের পর আমরা এমন কিছু নিয়ে আনন্দিত হইনি, যা নিয়ে আমরা আনন্দিত হয়েছি। তিনি বললেন: “নিশ্চয়ই মুমিন ব্যক্তিকে পথ প্রদর্শন করার জন্য, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করার জন্য এবং নিজের ভাষা দ্বারা অস্পষ্টভাষী (বোবা/অনারব) ব্যক্তির পক্ষে কথা বলার জন্য পুরস্কৃত করা হয়। আর তাকে তার স্ত্রীর (বা পরিবারের) কাছে আসার জন্যও প্রতিদান দেওয়া হয়। এমনকি তাকে সেই বস্তুর জন্যও প্রতিদান দেওয়া হয়, যা তার কাপড়ের কিনারে থাকে। সে যখন তা স্পর্শ করতে যায় কিন্তু তার হাত তা ধরতে ভুল করে ফেলে, অতঃপর তার হৃদয় তার জন্য স্পন্দিত হয় (বিচলিত হয়), এরপর যখন তা তাকে ফিরিয়ে দেওয়া হয়, তখন এর জন্য তার পুরস্কার লেখা হয়।”