الآداب للبيهقي
Al-Adab lil-Bayhaqi
আল-আদাব লিল-বায়হাক্বী
752 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أَنْبَأَنَا أَبُو الْعَبَّاسِ الْقَاسِمُ بْنُ الْقَاسِمِ السِّيَادِيُّ بِمَرْوَ، حَدَّثَنَا أَبُو الْمُوَجِّهِ، أَنْبَأَنَا عَبْدَانُ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، أَنْبَأَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ الْأَحْوَلُ، عَنْ أَبِي عُثْمَانَ قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ قَالَ: أَرْسَلَتِ ابْنَةٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ ابْنِيَ قُبِضَ. فَأَتَانَا فَأَرْسَلَ يُقْرِئُ السَّلَامَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهَ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ» فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ وَرَجُلٌ، فَرَفَعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيَّ وَنَفْسُهُ تَقَعْقَعُ حَسِبْتُ أَنَّهُ قَالَ: كَأَنَّهَا شَنٌّ فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا؟ قَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»
অনুবাদঃ উসামা ইবনু যায়দ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা খবর পাঠালেন যে, আমার ছেলে মৃত্যুবরণ করেছে। তখন তিনি আমাদের কাছে এলেন এবং সালাম জানিয়ে খবর পাঠালেন, তিনি বললেন: "নিশ্চয়ই আল্লাহ যা নিয়ে নেন, তা আল্লাহরই; আর তিনি যা দান করেন, তাও আল্লাহর। আর সবকিছুই তাঁর কাছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত (স্থায়ী)। সুতরাং সে যেন ধৈর্য ধারণ করে এবং (আল্লাহর কাছে) সাওয়াবের আশা রাখে।" তখন কন্যা তাঁর কাছে কসম দিয়ে পাঠালেন যে, তিনি যেন অবশ্যই আসেন। তখন তিনি উঠলেন এবং তাঁর সাথে সা‘দ ইবনু উবাদা ও একজন লোক ছিলেন।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুটিকে তুলে ধরা হলো, তখন তার প্রাণ ছটফট করছিল (আমার মনে হয় তিনি বলেছেন, যেন তা একটি পুরানো মশক)। তখন তাঁর (রাসূলের) চোখ দুটি অশ্রুসিক্ত হলো। সা‘দ (রাদিয়াল্লাহু আনহু) বললেন, ইয়া রাসূলাল্লাহ! এটা কী? তিনি বললেন: "এটা হচ্ছে সেই দয়া, যা আল্লাহ তাঁর বান্দাদের হৃদয়ে স্থাপন করেছেন। আর আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে কেবল দয়ালুদের প্রতিই দয়া করেন।"