مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ
28 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ أَبِي الْحُوَيْرِثِ ، عَنِ الأَعْرَجِ ، عَنِ ابْنِ الصِّمَّةِ ، قَالَ : ` مَرَرْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيَّ حَتَّى قَامَ إِلَى جِدَارٍ فَحَتَّهُ بِعَصًا كَانَتْ مَعَهُ، ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى الْجِدَارِ فَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ رَدَّ عَلَيَّ السَّلامَ ` ، قَالَ أَبُو الْعَبَّاسِ الأَصَمُّ رَحِمَهُ اللَّهُ : هَذَانِ الْحَدِيثَانِ لَيْسَا فِي كِتَابِ الْوُضُوءِ، وَلَكِنْ أَخْرَجْتُهُمَا فِيهِ لأَنَّهُ مَوْضِعُهُ ، وَفِي هَذَا الْمَوْضِعِ مِنْ كِتَابِ الْوُضُوءِ قَالَ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ : وَرَوَى أَبُو الْحُوَيْرِثِ، عَنِ الأَعْرَجِ، عَنِ ابْنِ الصِّمَّةِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` بَالَ فَتَيَمَّمَ `، فَأَخْرَجْتُ الْحَدِيثَ بِتَمَامِهِ لِهَذِهِ الْعِلَّة *
অনুবাদঃ ইবনুস সিম্মাহ্ (রাঃ) থেকে বর্ণিত:
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি পেশাব করছিলেন। আমি তাঁকে সালাম করলাম, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না যতক্ষণ না তিনি একটি দেয়ালের কাছে উঠে গেলেন। অতঃপর তাঁর সাথে থাকা একটি লাঠি দিয়ে তিনি দেয়ালটি ঘষে নিলেন। এরপর তিনি দেয়ালে তাঁর হাত রাখলেন এবং তাঁর মুখমণ্ডল ও দুই বাহু মাসাহ করলেন। তারপর তিনি আমার সালামের উত্তর দিলেন।
আবুল আব্বাস আল আসম্ম (রহঃ) বলেন: এই দুটি হাদীস (আসলে) কিতাবুল উযূ’ (ওযুর অধ্যায়)-এর অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমি এ কারণে সেগুলোকে এখানে উল্লেখ করেছি যে এটি তার স্থান। কিতাবুল উযূ’র এই স্থানে ইমাম শাফেঈ (রাঃ) বলেছেন: আবু হুওয়াইরিছ, আল আ’রাজ থেকে, ইবনুস সিম্মাহ্ থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে তায়াম্মুম করেছিলেন। এই কারণে আমি হাদীসটি পূর্ণাঙ্গভাবে উল্লেখ করলাম।