الحديث


مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ





مسند الشافعي (57)


57 - أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ هِشَامٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ زُبَيْدِ بْنِ الصَّلْتِ ، أَنَّهُ قَالَ : ` خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى الْجُرُفِ ، فَنَظَرَ فَإِذَا هُوَ قَدِ احْتَلَمَ وَصَلَّى وَلَمْ يَغْتَسِلْ، فَقَالَ : وَاللَّهِ مَا أُرَانِي إِلا قَدِ احْتَلَمْتُ وَمَا شَعَرْتُ، وَصَلَّيْتُ وَمَا اغْتَسَلْتُ، قَالَ : فَاغْتَسَلَ وَغَسَلَ مَا رَأَى فِي ثَوْبِهِ وَنَضَحَ مَا لَمْ يَرَ، وَأَذَّنَ وَأَقَامَ ثُمَّ صَلَّى بَعْدَ ارْتِفَاعِ الضُّحَى مُتَمَكِّنًا ` *




অনুবাদঃ জুবাইদ ইবনুস সালত (রাহ.) বলেন: আমি উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর সাথে জুরাফ নামক স্থানে বের হলাম। তিনি (উমার) দেখলেন যে, তিনি স্বপ্নদোষের শিকার হয়েছেন এবং গোসল না করেই সালাত আদায় করেছেন। তখন তিনি বললেন: "আল্লাহর কসম! আমি ধারণা করি যে, আমি স্বপ্নদোষে আক্রান্ত হয়েছি, কিন্তু (তা) আমি বুঝতে পারিনি। আর আমি গোসল না করেই সালাত আদায় করেছি।" তিনি (জুবাইদ) বলেন: এরপর তিনি গোসল করলেন, কাপড়ের যে অংশে (বীর্য) দেখতে পেলেন তা ধৌত করলেন, আর যে অংশে দেখতে পাননি তাতে পানি ছিটিয়ে দিলেন। আর তিনি আযান দিলেন এবং ইকামাত দিলেন, অতঃপর দিনের আলো ভালোভাবে প্রকাশিত হওয়ার পর শান্তভাবে সালাত আদায় করলেন।