مسند ابن أبي شيبة
Musnad ibnu Abi Shaybah
মুসনাদ ইবনু আবী শায়বাহ
مسند ابن أبي شيبة (28)
28 - نا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ رَجُلا وَقَعَ فِي رَجُلٍ فَرَدَّ عَلَيْهِ آخَرُ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ : رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ` مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ كَانَ لَهُ حِجَابًا مِنَ النَّارِ ` *
অনুবাদঃ আবুদ্ দারদা (রাঃ) বর্ণনা করেন:
এক ব্যক্তি আরেক ব্যক্তির নিন্দা করছিল। তখন অন্য আরেকজন লোক (নিন্দাকারীকে) প্রতিহত করল (অর্থাৎ নিন্দিত ব্যক্তির সম্মান রক্ষা করল)। অতঃপর আবুদ্ দারদা (রাঃ) বললেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
"যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষা করে, সেটি তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক (পর্দা) হয়।"