مسند البزار
Musnad Al Bazzar
মুসনাদ আল বাযযার
2 - وَحَدَّثَنَا بِهِ أَحْمَدُ بْنُ أَبَانَ الْقُرَشِيُّ قَالَ: أنبأ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ، عَنْ عُمَرَ، أَنَّهُ اسْتَنْشَدَ طَلْحَةَ وَالزُّبَيْرَ وَعَلِيًّا وَالْعَبَّاسَ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِمْ: هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «لَا نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ» ؟ قَالُوا: نَعَمْ، وَقَدْ تَابَعَ عَمْرًا عَلَى مِثْلِ هَذِهِ الرِّوَايَةِ، عَنِ الزُّهْرِيِّ غَيْرُهُ فَاجْتَزَيْنَا بِعَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ؛ إِذْ كَانَ ثِقَةً. وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ عِكْرِمَةُ بْنُ خَالِدٍ وَمُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ، عَنْ عُمَرَ، وَلَمْ يَذْكُرَاهُ عَنْ أَبِي بَكْرٍ، وَمَالِكُ بْنُ أَنَسٍ حَافِظٌ، وَقَدْ زَادَ عَلَى مَنْ سَمَّيْنَا، وَزِيَادَةُ الْحَافِظِ مَقْبُولَةٌ إِذَا زَادَهَا عَلَى حَافِظٍ فَإِنَّمَا زَادَهَا بِفَضْلِ حِفْظِهِ. وَقَدْ رَوَاهُ عَنْ أَبِي بَكْرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم جَمَاعَةٌ مِنْهُمْ عَائِشَةُ وَأَبُو هُرَيْرَةَ وَغَيْرُهُمَا
অনুবাদঃ উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (খিলাফতের কোনো এক প্রসঙ্গে) তালহা, যুবাইর, আলী এবং আব্বাস (রাহমাতুল্লাহি আলাইহিম) কে জিজ্ঞাসা করলেন (শপথ করে নিশ্চিত হতে চাইলেন): তোমরা কি জানো যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: «আমাদের উত্তরাধিকার হয় না। আমরা যা কিছু রেখে যাই, তা সবই সাদাকা (দান/জনকল্যাণমূলক) হিসেবে গণ্য হবে।»? তাঁরা বললেন: হ্যাঁ।
আমর ইবনু দীনার-এর মতো একই বর্ণনা যুহরী (রাহঃ) থেকে অন্যরাও বর্ণনা করেছেন। যেহেতু আমর একজন নির্ভরযোগ্য (সিকাহ) রাবী ছিলেন, তাই আমরা যুহরী থেকে তাঁর বর্ণনাই যথেষ্ট মনে করেছি।
এই হাদীসটি ইকরিমা ইবনু খালিদ এবং মুহাম্মাদ ইবনুল মুনকাদিরও মালিক ইবনু আওস থেকে, তিনি উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন, তবে তাঁরা উভয়ে আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর উল্লেখ করেননি।
মালিক ইবনু আনাস একজন হাফিয (স্মৃতিশক্তিধর রাবী)। তিনি আমাদের উল্লেখিত অন্যদের তুলনায় অতিরিক্ত কিছু বর্ণনা করেছেন। একজন হাফিয যখন আরেকজন হাফিযের উপর অতিরিক্ত কিছু বর্ণনা করেন, তখন সেই সংযোজন গ্রহণযোগ্য, কারণ তিনি তার স্মৃতিশক্তির শ্রেষ্ঠত্বের কারণেই তা করেছেন।
আর এই হাদীসটি আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে একাধিক সাহাবী বর্ণনা করেছেন, যাদের মধ্যে আছেন আইশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) প্রমুখ।