مسند أبي يعلى
Musnad Abi Ya’la
মুসনাদ আবী ইয়া`লা
53 - حَدَّثَنَا أَبُو مُوسَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْوَلِيدِ، عَنِ ابْنِ تَدْرُسَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ: لَمَّا نَزَلَتْ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ جَاءَتِ الْعَوْرَاءُ أُمُّ جَمِيلٍ، وَلَهَا وَلْوَلَةٌ، وَفِي يَدِهَا فِهْرٌ، وَهِيَ تَقُولُ: مُذَمَّمٌ أَبَيْنَا، أَوْ أَتَيْنَا - الشَّكُّ مِنْ أَبِي مُوسَى - وَدِينُهُ قَلَيْنَا، وَأَمْرُهُ عَصَيْنَا، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، وَأَبُو بَكْرٍ إِلَى جَنْبِهِ، أَوْ قَالَ مَعَهُ، قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: لَقَدْ أَقْبَلَتْ هَذِهِ، وَأَنَا أَخَافُ أَنْ تَرَاكَ. فَقَالَ: «إِنَّهَا لَنْ تَرَانِي» وَقَرَأَ قُرْآنًا اعْتَصَمَ بِهِ: {وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا} [الإسراء: 45] قَالَ: فَجَاءَتْ حَتَّى قَامَتْ عَلَى أَبِي بَكْرٍ، وَلَمْ تَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا أَبَا بَكْرٍ، بَلَغَنِي أَنَّ صَاحِبَكَ هَجَانِي، قَالَ أَبُو بَكْرٍ: لَا وَرَبِّ هَذَا الْبَيْتِ مَا هَجَاكِ، فَانْصَرَفَتْ وَهِيَ تَقُولُ: قَدْ عَلِمَتْ قُرَيْشٌ أَنِّي بِنْتُ سَيِّدِهَا
تحقيق الشيخ سعيد بن محمد السناري:
53 - ضعيف بهذا السياق
অনুবাদঃ আসমা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন سورة تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ (সূরা লাহাব) নাযিল হলো, তখন ’আল-আওরা’ উম্মে জামিল (আবু লাহাবের স্ত্রী) বিলাপ করতে করতে আসলো। তার হাতে একটি পাথর ছিল। সে বলছিল:
"মুযাম্মামকে (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যঙ্গ করে দেওয়া নাম) আমরা বর্জন করেছি (অথবা পেয়েছি – এটি আবূ মূসার সন্দেহ),
তার ধর্মকে আমরা ঘৃণা করেছি,
এবং তার আদেশ আমরা অমান্য করেছি।"
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে ছিলেন এবং তাঁর পাশে অথবা তাঁর সাথে আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ছিলেন। আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "সে তো এসে পড়েছে, আমি ভয় পাচ্ছি সে আপনাকে দেখে ফেলবে।"
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: "নিশ্চয়ই সে আমাকে দেখতে পাবে না।" এবং তিনি একটি কুরআনের আয়াত পাঠ করলেন যার দ্বারা তিনি আশ্রয় নিলেন: "আর যখন তুমি কুরআন পাঠ করো, তখন আমরা তোমার ও যারা আখেরাতে ঈমান আনে না তাদের মধ্যে একটি আবৃত পর্দা টেনে দিই।" (সূরা ইসরা: ৪৫)
বর্ণনাকারী বলেন: এরপর সে এলো এবং আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সামনে এসে দাঁড়াল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সে দেখতে পেল না।
সে বলল: "হে আবূ বকর! আমার কাছে খবর পৌঁছেছে যে, তোমার সাথী আমাকে ব্যঙ্গ করেছেন (বা নিন্দা করেছেন)।"
আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "না, এই ঘরের (কাবার) রবের কসম! তিনি তোমাকে ব্যঙ্গ করেননি।"
তখন সে এই কথা বলতে বলতে চলে গেল: "কুরাইশরা ভালো করেই জানে যে, আমি তাদের সরদারের কন্যা।"