الحديث


مسند أبي يعلى
Musnad Abi Ya’la
মুসনাদ আবী ইয়া`লা





مسند أبي يعلى (7512)


7512 - وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا أَوْ سَبْعُ مِائَةِ أَلْفٍ» قَالَ أَبُو حَازِمٍ: لَا أَدْرِي، قَالَ: «مُتَمَاسِكِينَ» , أَوْ: «آخِذِينَ بَعْضُهُمْ بِبَعْضٍ»

تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده صحيح

تحقيق الشيخ سعيد بن محمد السناري:
7512 - صحيح




অনুবাদঃ সাহল ইবনু সা’দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার অথবা সাত লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে।” আবূ হাযিম (উপ-বর্ণনাকারী) বলেন: আমি জানি না [দু’টি সংখ্যার মধ্যে কোনটি বলা হয়েছিল], তিনি বলেছেন: “তারা হবে পরস্পর দৃঢ় সংলগ্ন,” অথবা, “তারা একে অপরের হাত ধরে থাকবে।”