مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
2 - حَدَّثَنِي أَحْمَدُ بْنُ زُهَيْرٍ النَّسَائِيُّ ، قَالَ : نا سُلَيْمَانُ بْنُ أَبِي شَيْخٍ ، قَالَ : حَدَّثَنِي صَالِحُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : كَانَ شُعْبَةُ بَصْرِيًّا، مَوْلَى الأَزْدِ، وَمَوْلِدُهُ وَمَنْشُأهُ وَاسِطُ، وَعِلْمُهُ كُوفِيُّ، وَكَانَ لَهُ ابْنٌ يُقَالُ لَهُ : سَعْدُ بْنُ شُعْبَةَ، وَكَانَ لَهُ أَخَوَانِ : بَشَّارٌ، وَحَمَّادٌ، وَكَانَا يُعَالِجَانِ الصَّرْفَ، وَكَانَ شُعْبَةُ يَقُولُ لأَصْحَابِ الْحَدِيثِ : ` وَيْلَكُمْ، الْزَمُوا السُّوقَ، فَإِنَّمَا أَنَا عِيَالٌ عَلَى إِخْوَتِي `، قَالَ : وَمَا أَكَلَ شُعْبَةُ مِنْ كَسْبِهِ دِرْهَمًا قَطُّ *
অনুবাদঃ সালেহ ইবনে সুলায়মান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
শু‘বাহ (ইবনুল হাজ্জাজ) ছিলেন একজন বসরাবাসী এবং আযদ গোত্রের মাওলা (পৃষ্ঠপোষক)। তাঁর জন্ম ও শৈশব অতিবাহিত হয়েছিল ওয়াসিতে, কিন্তু তাঁর ইলম ছিল কুফাবাসী পণ্ডিতদের কাছ থেকে অর্জিত।
তাঁর এক পুত্র ছিল, যার নাম ছিল সা‘দ ইবনে শু‘বাহ। তাঁর দুই ভাই ছিল: বাশ্শার এবং হাম্মাদ, এবং তারা উভয়েই মুদ্রা বিনিময়ের (টাকা-পয়সার) ব্যবসা করতেন।
শু‘বাহ (রাহিমাহুল্লাহ) হাদীসের সাথীদের বলতেন: "তোমাদের জন্য আফসোস! তোমরা বাজারের কাজ ধরে রাখো (অর্থ উপার্জন করো)। কারণ, আমি তো কেবল আমার ভাইদের উপর নির্ভরশীল।"
বর্ণনাকারী বলেন, শু‘বাহ (রাহিমাহুল্লাহ) তাঁর নিজের উপার্জন থেকে কখনোই একটি দিরহামও খাননি।