مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
1971 - حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، وَهُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ : ` كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَإِذَا طَيْرٌ أَوْ دَجَاجَةٌ يَرْمُونَهَا فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا، فَقَالَ : ` لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَ هَذَا، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ مَنْ فَعَلَ هَذَا ` *
অনুবাদঃ সাঈদ ইবনে জুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে ছিলাম। হঠাৎ আমরা একটি পাখি অথবা একটি মুরগি দেখতে পেলাম, যাকে লোকেরা লক্ষ্যবস্তু বানিয়ে তীর নিক্ষেপ করছিল। যখন তারা ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখল, তখন তারা ছত্রভঙ্গ হয়ে গেল। ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, যে ব্যক্তি এমন কাজ করেছে, আল্লাহ তাকে লা‘নত (অভিসম্পাত) করুন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজকারীকে লা‘নত করেছেন।