مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
مسند أبي داود الطيالسي (1977)
1977 - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، سَمِعَ ابْنَ عُمَرَ، أَنَّ عُمَرَ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْجُنُبِ يَنَامُ، قَالَ : اغْسِلْ ذَكَرَكَ، وَتَوَضَّأْ، ثُمَّ ارْقُدْ ` *
অনুবাদঃ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
নিশ্চয়ই উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এমন জুনুবী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যার ওপর গোসল ফরজ হয়েছে, সে কি ঘুমিয়ে পড়তে পারে? তিনি (নবী ﷺ) বললেন, "তুমি তোমার লজ্জাস্থান ধৌত করো, ওযু করো, অতঃপর ঘুমিয়ে পড়ো।"