مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
مسند أبي داود الطيالسي (2011)
2011 - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُقْبَةَ بْنِ حُرَيْثٍ، سَمِعَ ابْنَ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` فِي لَيْلَةِ الْقَدْرِ : تَحَرَّوْهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ، فَإِنْ ضَعُفَ أَحَدُكُمْ أَوْ عَجَزَ، فَلا يُغْلَبَنَّ عَلَى السَّبْعِ الْبَوَاقِي ` *
অনুবাদঃ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন: "তোমরা শেষ দশকে এটির (কদরের রাতের) অনুসন্ধান করো। যদি তোমাদের কেউ দুর্বল হয়ে পড়ে কিংবা অক্ষম হয়ে যায়, তবে সে যেন অবশিষ্ট সাত রাত থেকে যেন বঞ্চিত না হয়।"