مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
2017 - حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، وَحَدِيثُ حَمَّادِ بْنِ زَيْدٍ أَتَمُّ، قَالَ حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ : قُلْتُ لابْنِ عُمَرَ أَخْبِرْنِي عَنْ رَكْعَتَيِ الْفَجْرِ أُطِيلُ فِيهَا الْقِرَاءَةَ ؟ فَقَالَ ابْنُ عُمَرَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ، قُلْتُ : إِنِّي لَسْتُ عَنْ هَذَا أَسْأَلُكَ، قَالَ : إِنَّكَ لَضَخْمٌ، أُرِيدُ أَنْ أَسْتَقْرِئَ لَكَ الْحَدِيثَ وَلا تَدَعُنِي ! كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ، وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ، كَأَنَ الأَذَانَ بَيْنَ أُذُنَيْهِ ` *
অনুবাদঃ আনাস ইবনু সীরীন (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলাম, আমাকে ফজরের (সুন্নাত) দুই রাকাত সম্পর্কে বলুন—আমি কি তাতে কিরাত দীর্ঘ করব?
তখন ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দুই দুই রাকাত করে সালাত আদায় করতেন এবং এক রাকাত দিয়ে বিতর পড়তেন।
আমি বললাম, আমি তো আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করিনি।
তিনি (ইবনু উমর) বললেন, তুমি তো মোটাসোটা (বা তাড়াহুড়োকারী)! আমি তোমার জন্য হাদীসটি গুছিয়ে আনতে চাই, আর তুমি আমাকে সুযোগ দিচ্ছ না!
(তিনি আবারও বললেন), রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দুই দুই রাকাত করে সালাত আদায় করতেন এবং এক রাকাত দিয়ে বিতর পড়তেন। আর তিনি (ফজরের) দুই রাকাত সালাত এমনভাবে আদায় করতেন, যেন আযানটি তাঁর দুই কানের মাঝখানে ছিল।