مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
2788 - حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : ` آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَصْحَابِهِ، وَوَرَّثَ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ، حَتَّى نَزَلَتْ : وَأُولُو الأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ سورة الأنفال آية، فَتَرَكُوا ذَلِكَ وَتَوَارَثُوا بِالنَّسَبِ ` *
অনুবাদঃ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন (মুআখাত) স্থাপন করেছিলেন এবং তাদের একে অপরের উত্তরাধিকারী বানিয়েছিলেন। যতক্ষণ না আল্লাহ তাআলার এই বাণী নাযিল হলো: "আর আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ কেউ আল্লাহর বিধান মতে অন্যদের অপেক্ষা বেশি হকদার।" (সূরা আনফাল, আয়াত)। এরপর তাঁরা সেই (ভ্রাতৃত্বের ভিত্তিতে উত্তরাধিকারের) বিধান পরিত্যাগ করলেন এবং বংশগত সম্পর্কের ভিত্তিতে উত্তরাধিকার গ্রহণ করতে শুরু করলেন।