الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (2806)


2806 - حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ : ` إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ سورة البقرة آية إِلَى آخِرِ الآيَةِ : إِنَّ أَوَّلَ مَنْ جَحَدَ آدَمُ إِنَّ اللَّهَ أَرَاهُ ذُرِّيَّتَهُ فَرَأَى رَجُلا أَزْهَرَ، سَاطِعًا نُورُهُ، قَالَ : يَا رَبِّ، مَنْ هَذَا ؟ قَالَ : هَذَا ابْنُكَ دَاوُدُ، قَالَ : يَا رَبِّ، فَمَا عُمُرُهُ ؟ قَالَ : سِتُّونَ سَنَةً، قَالَ : يَا رَبِّ، زِدْ فِي عُمُرِهِ، قَالَ : لا، إِلا أَنْ تَزِيدَهُ مِنْ عُمُرِكَ، قَالَ : وَمَا عُمُرِي ؟ قَالَ : أَلْفُ سَنَةٍ، قَالَ آدَمُ : فَقَدْ وَهَبْتُ لَهُ أَرْبَعِينَ سَنَةً، قَالَ : فَكَتَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ كِتَابًا، وَأَشْهَدَ عَلَيْهِ مَلائِكَتَهُ، فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ وَجَاءَتْهُ الْمَلائِكَةُ، قَالَ : إِنَّهُ قَدْ بَقِيَ مِنْ عُمُرِي أَرْبَعُونَ سَنَةً، قَالُوا : إِنَّكَ قَدْ وَهَبْتَهَا لابْنِكَ دَاوُدَ، قَالَ : مَا وَهَبْتُ لأَحَدٍ شَيْئًا، قَالَ : فَأَخْرَجَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْكِتَابَ، وَشَهِدَ عَلَيْهِ مَلائِكَتُهُ ` *




অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী:
`إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ` (যদি তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান-প্রদান করো, তবে তা লিখে রেখো...) [সূরা বাকারা: ২৮২] আয়াতটির শেষ পর্যন্ত) সম্পর্কে বলেছেন:

"নিশ্চয়ই আদম (আঃ) সর্বপ্রথম অস্বীকারকারী ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে তাঁর সন্তান-সন্ততিদের দেখালেন। তিনি সেখানে এক উজ্জ্বল, দীপ্তিময় আলোর অধিকারী পুরুষকে দেখলেন।

তিনি বললেন, ‘হে আমার রব! এ কে?’ আল্লাহ বললেন, ‘এ হলো তোমার পুত্র দাউদ।’

আদম (আঃ) বললেন, ‘হে আমার রব! তার বয়স কত?’ আল্লাহ বললেন, ‘ষাট বছর।’

তিনি বললেন, ‘হে আমার রব! তার বয়স বাড়িয়ে দিন।’ আল্লাহ বললেন, ‘না, তবে তুমি যদি তোমার বয়স থেকে তাকে বাড়িয়ে দাও (তবেই সম্ভব)।’

আদম (আঃ) বললেন, ‘আমার বয়স কত?’ আল্লাহ বললেন, ‘এক হাজার বছর।’

আদম (আঃ) বললেন, ‘আমি তাকে চল্লিশ বছর দান করলাম।’

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এরপর আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করলেন এবং এর উপর তাঁর ফেরেশতাদের সাক্ষী রাখলেন।

অতঃপর যখন তাঁর (আদম আঃ-এর) মৃত্যুর সময় আসলো এবং তাঁর কাছে ফেরেশতারা এলেন, তিনি বললেন, ‘আমার জীবনের চল্লিশ বছর এখনো বাকি আছে।’

ফেরেশতারা বললেন, ‘আপনি তো তা আপনার পুত্র দাউদকে দান করে দিয়েছিলেন।’ তিনি বললেন, ‘আমি কাউকে কিছু দান করিনি।’

তখন আল্লাহ তাআলা সেই লিপিবদ্ধ কিতাবটি বের করলেন এবং তাঁর ফেরেশতারা এর উপর সাক্ষ্য দিলেন।"