مصنف ابن أبي شيبة
Musannaf Ibn Abi Shaybah
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا أبو الأحوص عن أبي (إسحاق)(1) عن أبي حية قال: رأيت عليا توضأ، فأنقى كفيه، ثم غسل وجهه ثلاثا وذراعيه ثلاثا ومسح برأسه، ثم غسل قدمسه إلى الكعبين، ثم قام فشرب فضل وضوئه، ثم قال: إنما أردت أن أريكم طهور رسول اللَّه ﷺ(2).
অনুবাদঃ আবু হাইয়াহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখলাম, তিনি ওযু করলেন। অতঃপর তিনি তাঁর দুই হাতের কবজি পরিষ্কার করে নিলেন। এরপর তিনি তাঁর চেহারা তিনবার ধুলেন এবং তাঁর দুই বাহুও তিনবার ধুলেন, আর তিনি তাঁর মাথা মাসাহ করলেন। অতঃপর তিনি তাঁর দুই পা টাখনু পর্যন্ত ধুলেন। এরপর তিনি দাঁড়িয়ে তাঁর ওযুর অবশিষ্ট পানি পান করলেন এবং বললেন, ‘আমি তো কেবল তোমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্রতার (ওযুর) পদ্ধতি দেখাতে চেয়েছিলাম।’
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في حاشية [خ]: (السبيعي).
(2) حسن؛ لحال أبي حية، أخرجه الترمذي (48) والنسائي 1/ 70، والبيهقي 1/ 75، والطحاوي 1/ 35.