الحديث


الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ





الإبانة الكبرى لابن بطة (109)


109 - حَدَّثَنِي أَبُو صَالِحٍ، قَالَ : حَدَّثَنِي يَعْقُوبُ، قَالَ : ثنا أَبُو الرَّبِيعِ، قَالَ : ثنا جَبَّارُ بْنُ عَلِيٍّ، قَالَ : ثنا مُجَالِدٌ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، قَالَ : بَكَى فُضَيْلٌ، فَقِيلَ لَهُ : مَا يُبْكِيكَ ؟ قَالَ : أَخَافُ أَنْ يَكُونَ اللَّهُ مِنْكُمْ بَرِيئًا إِنِّي أَسْمَعُ اللَّهَ يَقُولُ : إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ سورة الأنعام آية، فَأَخَافُ أَنْ لا يَكُونَ اللَّهُ مِنَّا فِي شَيْءٍ، قَالَ أَبُو هُرَيْرَةَ : ` نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي هَذِهِ الأُمَّةِ ` *




অনুবাদঃ ফুদায়েল কেঁদেছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো: কিসে আপনাকে কাঁদাচ্ছে? তিনি বললেন: আমি ভয় করি যে আল্লাহ আপনাদের থেকে মুক্ত (সম্পর্কহীন) হয়ে যাবেন। আমি আল্লাহকে বলতে শুনি: "নিশ্চয়ই যারা তাদের ধর্মকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, (হে নবী) তাদের কোনো কিছুর সাথেই আপনার কোনো সম্পর্ক নেই।" (সূরা আল-আনআমের আয়াত)। তাই আমি ভয় করি যে আল্লাহর সাথে আমাদেরও কোনো সম্পর্ক থাকবে না।

আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু বলেন: এই আয়াতটি এই উম্মতের (ব্যাপারে) অবতীর্ণ হয়েছে।