الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ
1219 - حَدَّثَنَا الْقَافْلائِي، قَالَ : ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، قَالَ : ثنا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ : ثنا جَرِيرٌ يَعْنِي ابْنَ حَازِمٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` ثَلاثَةٌ لا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ، وَلا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ : الْمَنَّانُ الَّذِي لا يُعْطِي مَنْ سَأَلَهُ إِلا مَنَّ بِهِ، وَالْمُسْبِلُ إِزَارَهُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ ` *
অনুবাদঃ আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তিন শ্রেণীর লোক রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো: (১) যে ব্যক্তি কারো প্রতি অনুগ্রহ করার পর খোঁটা দেয় এবং কাউকে কিছু দিলে তার বিনিময়ে খোঁটা ছাড়া দেয় না, (২) যে অহংকারবশত তার পরিধেয় বস্ত্র (ইযার) ঝুলিয়ে রাখে এবং (৩) যে মিথ্যা কসমের মাধ্যমে তার পণ্য বিক্রি করে।”