الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ
1251 - حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دُحَيْمٍ الشَّيْبَانِيُّ، قَالَ : ثنا أَبُو عُمَرَ بْنُ أَبِي غَرَزَةَ الْغِفَارِيُّ، قَالَ : ثنا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ : ثنا مَرْزُوقٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` إِذَا كَانَ يَوْمُ عَرَفَةَ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيُبَاهِي بِهِمُ الْمَلائِكَةُ فَيَقُولُ : ` انْظُرُوا إِلَى عِبَادِي أَتَوْنِي شُعْثًا غُبْرًا ضَاحِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ، فَتَقُولُ الْمَلائِكَةُ : يَا رَبِّ فِيهِمْ فُلانٌ وَفُلانَةٌ `، قَالَ : ` فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ : قَدْ غَفَرْتُ لَهُمْ، ` قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` فَمَا مِنْ يَوْمٍ أَكْثَرَ عَتِيقًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ ` . وَعَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ : ` نِعْمَ الْيَوْمُ يَوْمٌ يَنْزِلُ فِيهِ رَبُّنَا إِلَى سَمَاءِ الدُّنْيَا `، قِيلَ لَهَا : وَأَيُّ يَوْمٍ ذَلِكَ ؟ قَالَتْ : ` يَوْمُ عَرَفَةَ، يَنْزِلُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا يَغْفِرُ اللَّهُ فِيهِ لِجَمِيعِ مَنْ شَهِدَهُ ` *
অনুবাদঃ জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যখন আরাফার দিন আসে, তখন আল্লাহ আযযা ওয়া জাল্লা দুনিয়ার আসমানে অবতরণ করেন। তিনি তাদের (হাজীদের) মাধ্যমে ফেরেশতাদের কাছে গর্ব করেন এবং বলেন: ‘তোমরা আমার বান্দাদের দিকে তাকাও। তারা আমার কাছে এসেছে এলোমেলো চুল ও ধূলি-ধূসরিত অবস্থায়, গভীর দূর-দূরান্তের পথ থেকে (কষ্ট স্বীকার করে)। আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমি তাদের ক্ষমা করে দিয়েছি।’ তখন ফেরেশতারা বলে: ‘হে রব, তাদের মধ্যে অমুক পুরুষ ও অমুক মহিলাও আছে (যারা ত্রুটিপূর্ণ)।’ তিনি (রাসূলুল্লাহ) বলেন, আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেন: ‘আমি তাদেরও ক্ষমা করে দিয়েছি।’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘আরাফার দিনের চেয়ে অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হওয়ার দিন আর নেই।’
উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বলেন: সে দিনটি কতই না উত্তম, যেদিন আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন। তাঁকে জিজ্ঞেস করা হলো: ‘সে দিনটি কোন্ দিন?’ তিনি বললেন: ‘আরাফার দিন। তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং যারা সেখানে উপস্থিত থাকে, আল্লাহ তাদের সকলের জন্য ক্ষমা করে দেন।