المعجم الصغير للطبراني
Al-Mu’jamus Sagir lit-Tabarani
আল-মুজামুস সাগীর লিত-তাবরানী
المعجم الصغير للطبراني (1195)
1195 - وَبِإِسْنَادِهِ عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: أَغَارَ الْمُشْرِكُونَ عَلَى لِقَاحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وآله وسلم ، فَرَكِبْتُ ، فَأَدْرَكْتُهُمْ ، وَقَتَلْتُ مَسْعَدَةَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وآله وسلم حِينَ رَآنِي أَفْلَحَ الْوَجْهِ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ» ثَلَاثًا وَنَفَّلَنِي سَلَبَ مَسْعَدَةَ
অনুবাদঃ আবূ কাতাদাহ (রাদিয়াল্লাহু আনহু) বললেন, মুশরিকরা আল্লাহর রাসূল (সাঃ)-এর দুগ্ধবতী উটগুলোর ওপর হামলা করল। আমি (ঘোড়ায়) আরোহণ করে তাদের নাগাল পেলাম এবং মাস‘আদাহকে হত্যা করলাম। আল্লাহর রাসূল (সাঃ) যখন আমাকে সফল চেহারা নিয়ে দেখলেন, তখন তিনি বললেন: "হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা করে দাও।" — একথা তিনি তিনবার বললেন। আর তিনি আমাকে মাস‘আদাহর যুদ্ধলব্ধ পরিত্যক্ত সম্পদ (সালাব) দান করলেন।