الحديث


المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী





المعجم الكبير للطبراني (21229)


21229 - حَدَّثَنَا الْمِقْدَامُ بْنُ دَاوُدَ ، قَالَ : حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى ، قَالَ : حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ ، قَالَ : حَدَّثَنَا أَبُو الأَسْوَدِ ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ ، يَقُولُ : كُنَّا فِي سَفَرٍ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ الزُّهْرِيِّ ، وَحَضَرَتِ الصَّلاةُ وَكَانَ هُوَ يَتَقَدَّمُنَا ، فَأَذِنَ لَنَا ، فَخَرَجَ إِلَى الْغَائِطِ ، فَقِيلَ لَهُ : لَوْ صَلَّيْتَ ثُمَّ خَرَجَتْ ، فَقَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : ` إِذَا حَضَرَتِ الصَّلاةُ وَكَانَ بِأَحَدِكُمُ الْغَائِطُ ، فَلْيَبْدَأْ بِهِ ، ثُمَّ لِيُصَلِّ بَعْدُ ، وَلا يَأْتِي الصَّلاةَ وَهُوَ يُدَافِعُ ` *




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু আরকাম আয-যুহরি (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি (উরওয়া) বলেন, আমরা আব্দুল্লাহ ইবনু আরকাম আয-যুহরি (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে এক সফরে ছিলাম। সালাতের সময় উপস্থিত হলে, তিনি আমাদের ইমামতি করছিলেন। তিনি আমাদের জন্য আযান দিলেন, তারপর প্রাকৃতিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে বাইরে গেলেন। তখন তাঁকে বলা হলো: আপনি যদি প্রথমে সালাত আদায় করে নিতেন, তারপর বের হতেন!

তিনি (জবাবে) বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: ‘যখন সালাতের সময় উপস্থিত হয় এবং তোমাদের কারো প্রাকৃতিক প্রয়োজন (যেমন পায়খানার চাপ) হয়, তখন সে যেন প্রথমে তা সেরে নেয় এবং তারপর সালাত আদায় করে। আর সে যেন প্রয়োজন চেপে রেখে সালাতে না আসে।’