مسند الشاميين للطبراني
Musnad Ash-Shamiyyin lit-Tabrani
মুসনাদুশ শামিয়্যিন লিত্ব ত্বাবরানী
128 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ، ثنا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا أَبُو خُلَيْدٍ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: " إِنَّ رَجُلًا لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ ، قَالَ لِأَهْلِهِ: إِذَا أَنَا مِتُّ فَأَحْرِقُونِي وَاذْرُوا نِصْفِي فِي الْبَرِّ وَنِصْفِي فِي الْبَحْرِ فَوَاللَّهِ لَئِنْ قَدِرَ اللَّهُ عَلَيَّ لَيُعَذِّبَنِّي عَذَابًا لَمْ يُعَذِّبْهُ أَحَدًا مِنَ الْعَالَمِينَ ، فَلَمَّا مَاتَ فَعَلُوا بِهِ ذَلِكَ فَأَمَرَ اللَّهُ الْبَرَّ فَجَمَعَ مَا فِيهِ وَأَمَرَ الْبَحْرَ فَجَمَعَ مَا فِيهِ ثُمَّ بَعَثَهُ ، فَقَالَ: مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ؟ . قَالَ: خَشْيَتُكَ يَا رَبِّ ، فَغَفَرَ لَهُ "
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
নিশ্চয়ই (পূর্ববর্তী উম্মতের) এক ব্যক্তি জীবনে কখনও কোনো ভালো কাজ করেনি। সে তার পরিবারকে বললো: যখন আমার মৃত্যু হবে, তখন তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে এবং আমার দেহের অর্ধেক স্থলে (ভূমিতে) আর অর্ধেক সমুদ্রে ছড়িয়ে দেবে। আল্লাহর শপথ! যদি আল্লাহ্ আমার উপর ক্ষমতা লাভ করেন (বা আমাকে পাকড়াও করতে সক্ষম হন), তবে তিনি আমাকে এমন শাস্তি দেবেন যা বিশ্বের আর কাউকে দেননি।
যখন লোকটি মারা গেল, তারা তার সাথে তেমনই করলো। অতঃপর আল্লাহ্ তা’আলা স্থলকে আদেশ করলেন, ফলে সে তার মধ্যকার অংশ একত্রিত করলো। আল্লাহ্ সমুদ্রকেও আদেশ করলেন, ফলে সে তার মধ্যকার অংশ একত্রিত করলো। এরপর আল্লাহ্ তাকে পুনর্জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন: তুমি কেন এমনটি করেছিলে? সে বললো: হে আমার রব! আপনার ভয়। ফলে আল্লাহ্ তাকে ক্ষমা করে দিলেন।