مسند الشاميين للطبراني
Musnad Ash-Shamiyyin lit-Tabrani
মুসনাদুশ শামিয়্যিন লিত্ব ত্বাবরানী
162 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الرَّازِيُّ، ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، ثنا ابْنُ ثَوْبَانَ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: تَذَاكَرُوا عِنْدَ ابْنِ مَسْعُودٍ لَيْلَةَ الْقَدْرِ ، فَقَالَ: مَنْ قَامَ شَهْرَ رَمَضَانَ كُلَّهُ فَقَدْ أَدْرَكَهَا قَالَ: فَقَدِمْتُ الْمَدِينَةَ فَذَكَرْتُ ذَلِكَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَعْلَمُ أَيَّ لَيْلَةٍ هِيَ ، هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِقِيَامِهَا» قَالَ: فَسَأَلْتُهُ عَنْهَا فَقَالَ: «لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ»
অনুবাদঃ জির্র ইবনে হুবাইশ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা হচ্ছিল। তখন তিনি বললেন: যে ব্যক্তি রমজান মাসের পুরোটা সময় (ইবাদতের উদ্দেশ্যে) কিয়াম করবে, সে লাইলাতুল কদর লাভ করবে।
জির্র (রাহিমাহুল্লাহ) বলেন: এরপর আমি মদীনা মুনাওয়ারায় আগমন করলাম এবং উবাই ইবনে কা’ব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট বিষয়টি উল্লেখ করলাম।
তিনি (উবাই ইবনে কা’ব) বললেন: যার হাতে আমার প্রাণ, তাঁর কসম! আমি অবশ্যই জানি সেটি কোন রাত। এটি সেই রাত যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামুল লাইল করার আদেশ দিয়েছেন।
জির্র (রাহিমাহুল্লাহ) বলেন: আমি তাঁকে (উবাই ইবনে কা’বকে) সেই রাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন: সাতাশতম রাত।