الحديث


مسند الشاميين للطبراني
Musnad Ash-Shamiyyin lit-Tabrani
মুসনাদুশ শামিয়্যিন লিত্ব ত্বাবরানী





مسند الشاميين للطبراني (228)


228 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا مَخْلَدُ بْنُ مَالِكٍ، ثنا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي دَاوُدَ، ثنا ابْنُ ثَوْبَانَ، ثنا أَبُو الْعَوَّامِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مُسَاحِقٍ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «تُجَنِّدُونَ أَجْنَادًا» قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ خِرْ لِي، قَالَ: " عَلَيْكَ بِالشَّامِ فَإِنَّهَا صَفْوَةُ اللَّهِ مِنْ بِلَادِهِ ، بِهَا خِيرَتُهُ مَنْ عِبَادِهِ، فَمَنْ رَغِبَ عَنْ ذَلِكَ فَلْيَلْحَقْ بِيَمَنِهِ وَلْيَسْتَقِ بِغُدَرِهِ ، فَإِنَّ اللَّهَ قَدْ تَكَفَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ




অনুবাদঃ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "তোমরা বিভিন্ন বাহিনীতে বিভক্ত হয়ে যাবে।"

এক ব্যক্তি জিজ্ঞেস করল: "হে আল্লাহর রাসূল! আপনি আমার জন্য (কোন স্থানে বসবাস করা) উত্তম হবে, তা নির্ধারণ করে দিন।"

তিনি বললেন: "তোমরা শামের (সিরিয়া ও পার্শ্ববর্তী অঞ্চল) উপর গুরুত্ব দাও। কেননা, এটি হলো তাঁর (আল্লাহর) দেশসমূহের মধ্যে আল্লাহর মনোনীত ও নির্বাচিত অংশ। সেখানে তাঁর বান্দাদের মধ্যে নির্বাচিত ব্যক্তিরা থাকবে। সুতরাং যে ব্যক্তি তা থেকে বিমুখ থাকবে (বা তা অপছন্দ করবে), সে যেন তার ইয়ামানে যোগ দেয় এবং তার জলাধার থেকে পানি পান করে। কেননা আল্লাহ আমার জন্য শাম এবং এর অধিবাসীদের দায়িত্ব গ্রহণ করেছেন।"