مسند الشاميين للطبراني
Musnad Ash-Shamiyyin lit-Tabrani
মুসনাদুশ শামিয়্যিন লিত্ব ত্বাবরানী
مسند الشاميين للطبراني (3575)
3575 - عَنِ الضَّحَّاكِ بْنِ سُفْيَانَ، أَنْ يُوَرِّثَ، امْرَأَةَ أَشْيَمَ. . . . . . . . . . . . . . . . . . . . . .
অনুবাদঃ দাহহাক ইবনে সুফিয়ান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
(তিনি নির্দেশ দেন) যেন আশয়ামের স্ত্রীকে (তার স্বামীর দিয়াত বা সম্পদ থেকে) উত্তরাধিকারী (ওয়ারিশ) হিসেবে অংশ দেওয়া হয়।