السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
السنن الصغير للبيهقي (113)
113 - وَرُوِيَ عَنْ عَلِيٍّ، وَابْنِ مَسْعُودٍ فِي «جَوَازِ الِابْتِدَاءِ بِالْيُسْرَى قَبْلَ الْيُمْنَى وَلَا يَثْبُتُ مَا رُوِيَ عَنْهُمَا فِي جَوَازِ تَرْكِ التَّرْتِيبِ فِي الْأَعْضَاءِ -[53]-، وَأَمَّا مُتَابَعَةُ الْوُضُوءِ فَإِنَّا نَسْتَحِبُّهَا».
অনুবাদঃ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং ইব্ন মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
বাম দিক থেকে ডান দিকের পূর্বে (কাজ) শুরু করা বৈধ হওয়া প্রসঙ্গে (তাঁদের অভিমত রয়েছে)। তবে অঙ্গ-প্রত্যঙ্গসমূহের মধ্যে ধারাবাহিকতা (অর্থাৎ তারতীব) বর্জন করা বৈধ হওয়ার ব্যাপারে তাঁদের উভয়ের পক্ষ থেকে যা বর্ণিত হয়েছে, তা প্রমাণিত নয়। আর ওযুর (অঙ্গ ধৌত করার ক্ষেত্রে বিরতিহীনভাবে) ধারাবাহিকতা বজায় রাখা— আমরা সেটাকে মুস্তাহাব মনে করি।