الحديث


السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী





السنن الصغير للبيهقي (130)


130 - قُلْتُ: وَهَذَا فِي جَوَازِ الِاقْتِصَارِ عَلَيْهِ وَالْأَوَّلُ عَلَى الِاخْتِيَارِ إِنْ صَحَّ إِسْنَادُهُ وَهُوَ عَنِ ابْنِ عُمَرَ مِنْ فِعْلِهِ صَحِيحٌ وَاللَّهُ أَعْلَمُ




অনুবাদঃ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত...
(আমি [সংকলক] বলি): আর এই বর্ণনাটি (কোনো আমলের ওপর) সীমাবদ্ধ থাকার বৈধতা প্রমাণ করে। আর প্রথম বর্ণনাটি, যদি তার সনদ সহীহ হয়, তবে তা ঐচ্ছিক (উত্তম) আমল হিসেবে গণ্য হবে। ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর আমল হিসেবে এটি সহীহ প্রমাণিত। আল্লাহই সর্বজ্ঞাত।