السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
143 - وَرُوِّينَا عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ فِي غُسْلِ يَدَيْهِ وَغُسْلِ فَرْجِهِ، زَادَتْ: " وَمَا أَصَابَهُ ثُمَّ ضَرَبَ بِيَدِهِ عَلَى الْحَائِطِ ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ غَيْرَ قَدَمَيْهِ ثُمَّ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ ثُمَّ نَحَّى قَدَمَيْهِ فَغَسَلَهُمَا
অনুবাদঃ মাইমূনা বিনতে হারিস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পদ্ধতির বর্ণনায় তিনি তাঁর দু’হাত ধোয়া এবং লজ্জাস্থান ধোয়ার বিষয়ে পূর্বের বর্ণনার অনুরূপ বর্ণনা দিয়ে আরো যোগ করেছেন: “এবং (লজ্জাস্থান ধোয়ার পর) যা তাঁকে স্পর্শ করেছিল (অপবিত্রতার চিহ্ন), অতঃপর তিনি তাঁর হাত দেয়ালে বা মাটিতে মুছে নিলেন। এরপর তিনি তাঁর সালাতের ওযুর মতো করে ওযু করলেন, শুধু তাঁর দুই পা ধোয়া বাকি রাখলেন। এরপর তিনি তাঁর সারা শরীরে পানি ঢাললেন। অতঃপর তিনি তাঁর পা সরিয়ে নিলেন এবং সেগুলো ধুলেন।”