السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
224 - وَقَدْ رَوَى فِي، حَدِيثِ أَبِي ثَعْلَبَةَ أَنَّهُمْ قَالُوا: لَهُ فِي السُّؤَالِ «يَطْبُخُونَ فِي قُدُورِهِمُ الْخِنْزِيرَ وَيَشْرَبُونَ فِي آنِيَتِهِمُ الْخَمْرَ فَأَمَرَ بِالْغُسْلِ»
بَابُ التَّيَمُّمِ
قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ} [المائدة: 6] إِلَى قَوْلِهِ تَعَالَى {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيِكُمْ مِنْهُ} [المائدة: 6] فَإِذَا دَخَلَ وَقْتُ الصَّلَاةِ وَأَرَادَ الْقِيَامَ إِلَيْهَا طَلَبَ الْمَاءَ فَإِذَا لَمْ يَجِدْهُ أَحْدَثَ نِيَّةً فِي التَّيَمُّمِ فِي الْمَكْتُوبَةِ وَتَيَمَّمَ صَعِيدًا طَيِّبًا وَهُوَ التُّرَابُ الطَّاهِرُ فَمَسَحَ بِهِ وَجْهَهُ وَيَدَيْهِ جُنُبًا كَانَ أَوْ مُحْدِثًا.
অনুবাদঃ আবু সা’লাবা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
তাঁর হাদিসে এসেছে যে, সাহাবাগণ তাঁকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন: "তারা (আহলে কিতাবগণ) তাদের হাঁড়িগুলোতে শূকরের মাংস রান্না করে এবং তাদের পাত্রে মদ পান করে।" তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পাত্রগুলো ধৌত করার (বা পবিত্র করার) নির্দেশ দিলেন।
**তায়াম্মুম অধ্যায়**
আল্লাহ্ আয্যা ওয়া জাল্লা বলেছেন: "হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত কর..." (সূরা মায়েদা: ৬) আল্লাহ্ তাআলার বাণী: "...কিন্তু যদি পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর। সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত তায়াম্মুমের মাধ্যমে মুছে ফেলো।" (সূরা মায়েদা: ৬)
সুতরাং যখন সালাতের ওয়াক্ত উপস্থিত হয় এবং কেউ সালাতের জন্য প্রস্তুত হতে চায়, তখন সে পানির সন্ধান করবে। যদি সে পানি না পায়, তবে ফরজ সালাতের জন্য সে তায়াম্মুমের নিয়ত করবে এবং পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে—আর তা হলো পবিত্র ধুলাবালি। অতঃপর সে এর দ্বারা তার মুখমণ্ডল ও দুই হাত মাসাহ করবে, চাই সে জুনুবী (বড় নাপাক) হোক অথবা ছোট নাপাক (অজু ভঙ্গকারী) হোক।