الحديث


السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী





السنن الصغير للبيهقي (3372)


3372 - وفِي حَدِيثِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْمُؤْمِنَ يُجَاهِدُ -[183]- بِسَيْفِهِ وَلِسَانِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَكَأَنَّمَا تَرْمُونَهُمْ بِهِ نَضْحَ النَّبْلِ» وَهَذَا فِي هِجَاءِ الْمُشْرِكِينَ، فَأَمَّا هِجَاءُ الْمُسْلِمِينَ




অনুবাদঃ কা’ব ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার তরবারি ও তার জিহ্বা দ্বারা জিহাদ করে। যার হাতে আমার প্রাণ, তাঁর কসম! তোমরা যেন এর মাধ্যমে তাদের উপর তীর নিক্ষেপের মতো বর্ষণ করছো।" আর এটি ছিল মুশরিকদের নিন্দা বা ব্যঙ্গ করার ক্ষেত্রে। কিন্তু মুসলমানদের নিন্দা করার বিষয়টি (ভিন্ন)।