الحديث


معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী





معرفة السنن والآثار للبيهقي (20)


20 - قَالَ الشَّافِعِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ بْنِ حَنْطَبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا تَرَكْتُ شَيْئًا مِمَّا أَمَرَكُمُ اللَّهُ بِهِ إِلَّا وَقَدْ أَمَرْتُكُمْ بِهِ، وَلَا شَيْئًا مِمَّا نَهَاكُمُ اللَّهُ عَنْهُ إِلَّا وَقَدْ نَهَيْتُكُمْ عَنْهُ، وَإِنَّ الرُّوحَ الْأَمِينَ قَدْ أَلْقَى فِي رَوْعِي أَنَّهُ لَنْ تَمُوتَ نَفْسٌ حَتَّى تَسْتَوْفِيَ رِزْقَهَا، فَأَجْمِلُوا فِي الطَّلَبِ» -[103]-




অনুবাদঃ মুত্তালিব ইবনে হানতাব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

"আল্লাহ তোমাদেরকে যে সকল কাজের আদেশ করেছেন, আমি তার কিছুই পরিহার করিনি, বরং তোমাদেরকে সেসবের আদেশ করেছি। আর আল্লাহ তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন, আমি তার কিছুই পরিহার করিনি, বরং তোমাদেরকে তা থেকে নিষেধ করেছি। আর নিশ্চয়ই বিশ্বস্ত রূহ (জিবরাঈল আঃ) আমার অন্তরে এই কথা ঢেলে দিয়েছেন যে, কোনো ব্যক্তিই তার রিযিকের পূর্ণ অংশ লাভ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অতএব, তোমরা উত্তম পন্থায় (রিযিক) অন্বেষণ করো।"