معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
20836 - أَخْبَرَنَاهُ الْحُسَيْنُ بْنُ الْفَضْلِ الْقَطَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَزَادَ: قَالَ سُفْيَانُ: كَانُوا بَنُو عَامِرٍ ثَلَاثَةً بِمَكَّةَ، فَحَدَّثَنَا عَمْرٌو، عَنْ عُرْوَةَ بْنِ عَامِرٍ، وَحَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَامِرٍ: وَسَمِعْتُ أَنَا مِنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَامِرٍ
অনুবাদঃ আমাদেরকে খবর দিয়েছেন হুসাইন ইবনুল ফাদল আল-কাত্তান, আমাদেরকে খবর দিয়েছেন আব্দুল্লাহ ইবনে জা’ফর, আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন ইয়াকুব ইবনে সুফিয়ান, আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন আবু বকর আল-হুমাইদী, আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন সুফিয়ান। তিনি তাঁর সনদ সহকারে অনুরূপভাবে তা উল্লেখ করেছেন এবং অতিরিক্ত বর্ণনা করেছেন। সুফিয়ান বললেন: বনু আমির মক্কায় তিনজন ছিলেন। আমাদের কাছে ’আমর, উরওয়াহ ইবনে ’আমির থেকে বর্ণনা করেছেন; আর আমাদের কাছে ইবনু আবি নাজীহ, উবাইদুল্লাহ ইবনে ’আমির থেকে বর্ণনা করেছেন। আর আমি নিজে শুনেছি আব্দুর রহমান ইবনে ’আমির থেকে।