معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
معرفة السنن والآثار للبيهقي (20845)
20845 - أَخْبَرَنَاهُ أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أَخْبَرَنَا أَبُو عَمْرِو بْنُ مَطَرٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ بْنِ نَصْرٍ الْحَذَّاءُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ: فَذَكَرَهُ بِإِسْنَادِهِ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: «خَمَّرَ وَجْهَهُ وَغَضَّ أَوْ خَفَضَ صَوْتَهُ»
অনুবাদঃ আবু নসর ইবনু কাতাদাহ আমাদের খবর দিয়েছেন, আবু আমর ইবনু মাতার আমাদের খবর দিয়েছেন, আহমাদ ইবনু হুসাইন ইবনু নাসর আল-হাদ্দা আমাদের নিকট বর্ণনা করেছেন, ইয়াহইয়া ইবনু সাঈদ আমাদের নিকট বর্ণনা করেছেন, ইবনু আজলান আমাদের নিকট বর্ণনা করেছেন: অতঃপর তিনি তাঁর সনদসহ অনুরূপ বর্ণনা করেন, তবে তিনি বলেছেন: "তিনি তাঁর মুখমণ্ডল আবৃত করেছিলেন এবং তাঁর কণ্ঠস্বরকে নিম্ন বা কোমল করেছিলেন।"