الحديث


معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী





معرفة السنن والآثار للبيهقي (20858)


20858 - قَالَ الشَّافِعِيُّ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُ ذَلِكَ. أَخْبَرَنَاهُ أَبُو أَحْمَدَ الْمِهْرَجَانِيُّ، أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ جَعْفَرٍ الْمُزَكِّي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، فَذَكَرَهُ




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন: মালেক আমাদের সংবাদ দিয়েছেন, তিনি আবুল যিনাদ থেকে, তিনি আল-আ’রাজ থেকে, তিনি আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে অনুরূপ (বিষয়) বর্ণনা করেছেন। আমাদের তা জানিয়েছেন আবূ আহমাদ আল-মিহরাজানী, তাঁকে সংবাদ দিয়েছেন আবূ বকর ইবনু জা’ফর আল-মুযাক্কী, তিনি বলেছেন মুহাম্মাদ ইবনু ইব্রাহীম আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেছেন ইবনু বুকাইর আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেছেন মালেক আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, অতঃপর তিনি তা উল্লেখ করেছেন।