معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
20877 - فَاسْتَثْبَتُّ عَطَاءً: كَيْفَ وَضَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَدَهُ عَلَى رَأْسِهِ؟ فَأَوْمَأَ إِلَيَّ كَمَا أُشَافِهُكَ، فَبَدَّدَ عَطَاءٌ بَيْنَ أَصَابِعِهِ شَيْئًا مِنْ يَدَيْهِ، ثُمَّ وَضَعَهَا فَانْتَهَى أَطْرَافُ أَصَابِعِهِ إِلَى مُقَدَّمِ الرَّأْسِ، ثُمَّ ضَمَّهَا يُمِرُّهَا كَذَلِكَ عَلَى الرَّأْسِ حَتَّى مَسَّتْ إِبْهَامَاهُ أَطْرَافَ الْأُذُنِ مِمَّا يَلِي الْوَجْهَ، ثُمَّ عَلَى الصِّدْغِ، وَنَاحِيَةِ الْجَبِينِ لَا يَقْصُرُ، وَلَا يَبْطِشُ إِلَّا كَذَلِكَ. أَخْرَجَاهُ فِي الصَّحِيحِ مِنْ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ، وَذَكَرَ الْبُخَارِيُّ حَدِيثَ سُفْيَانَ رَحِمَهُ اللَّهُ
অনুবাদঃ ইবনু জুরাইজ থেকে বর্ণিত, আমি আত্বা (রাহিমাহুল্লাহ)-এর কাছে নিশ্চিত হতে চাইলাম যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কীভাবে তাঁর হাত মাথায় রেখেছিলেন? তখন তিনি আমার দিকে এমনভাবে ইশারা করলেন, যেভাবে আমি আপনার সাথে সরাসরি কথা বলছি। অতঃপর আত্বা তাঁর উভয় হাতের আঙুলগুলো কিছুটা ফাঁকা করে নিলেন। এরপর তিনি সেগুলোকে রাখলেন, ফলে তাঁর আঙুলের মাথাগুলো মাথার অগ্রভাগ পর্যন্ত পৌঁছল। তারপর তিনি তা মুড়িয়ে নিলেন এবং সেভাবে মাথার উপর দিয়ে নিয়ে গেলেন, যতক্ষণ না তাঁর উভয় বৃদ্ধাঙ্গুলি কানের অগ্রভাগ স্পর্শ করল, যা মুখমণ্ডলের দিকে রয়েছে। অতঃপর তিনি কানপট্টি এবং কপালের পাশ দিয়ে হাত মুছলেন। তিনি এটিকে সংক্ষিপ্তও করেননি, আর এটিকে জোরপূর্বকও করেননি; বরং ঠিক সেভাবেই (মুছেছিলেন)।