الحديث


معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী





معرفة السنن والآثار للبيهقي (29)


29 - قَالَ الشَّافِعِيُّ: وَفَرَضَ اللَّهُ عَلَى النَّاسِ اتِّبَاعَ وَحْيِهِ وَسُنَنِ رَسُولِهِ فَقَالَ فِي كِتَابِهِ: {لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ} [آل عمران: 164] مَعَ آيٍ سِوَاهَا ذَكَرَ فِيهِنَّ الْكِتَابَ وَالْحِكْمَةَ




অনুবাদঃ ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহ তাআলা মানুষের উপর তাঁর ওহী এবং তাঁর রাসূলের সুন্নাহ অনুসরণ করা ফরয করেছেন। অতঃপর তিনি তাঁর কিতাবে বলেন: “নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব (কুরআন) ও হিকমত (সুন্নাহ) শিক্ষা দেন; যদিও তারা পূর্বে স্পষ্ট পথভ্রষ্টতায় ছিল।” [সূরা আলে ইমরান: ১৬৪]। এছাড়াও আরও অন্যান্য আয়াত রয়েছে যেখানে তিনি ‘কিতাব’ ও ‘হিকমত’-এর কথা উল্লেখ করেছেন।