معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
39 - وَاحْتَجَّ أَيْضًا فِي فَرْضِ اتِّبَاعِ أَمْرِهِ بِقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا قَدْ يَعْلَمُ اللَّهُ الَّذِينَ يَتَسَلَّلُونَ مِنْكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ} [النور: 63]
অনুবাদঃ রাসূলের আদেশ অনুসরণের ফরযিয়াত প্রমাণের জন্য তিনি (আলোচক) আরও যুক্তি পেশ করেছেন আল্লাহ্ আযযা ওয়া জাল্লার এই বাণী দ্বারা:
{তোমরা রাসূলের আহ্বানকে তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো মনে করো না। আল্লাহ অবশ্যই তাদের জানেন, যারা তোমাদের মধ্যে গোপনে (আড়ালে আড়ালে) চম্পট দেয় (বা সরে পড়ে)। সুতরাং যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন সতর্ক হয় যে, কোনো ফিতনা তাদেরকে গ্রাস করে ফেলবে, অথবা তাদেরকে কোনো যন্ত্রণাদায়ক শাস্তি আঘাত হানবে।} [সূরা নূর: ৬৩]