الحديث


شرح السنة للبغوي
Sharhus Sunnah lil Bagawi
শারহুস সুন্নাহ লিল বাগাওয়ী





شرح السنة للبغوي (4290)


4290 - أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَحْمَدَ الْمَلِيحِيُّ، أَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ النُّعَيْمِيُّ، أَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، نَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، نَا سُفْيَانُ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، قَالَ: أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ، فَشَكَوْنَا إِلَيْهِ مَا يَلْقَوْنَ مِنَ الْحَجَّاجِ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلا الَّذِي بَعْدَهُ أَشَرُّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ»، سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
هَذَا حَدِيثٌ صَحِيحٌ
وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: «لأَهْلُ بَيْتِي أَهْوَنُ عَلَيَّ مَوْتًا مِنْ عِدَّتِهِمْ مِنَ الْجِعْلانِ، وَلا يَأْتِي عَلَيْكُمْ عَامٌ إِلا وَهُوَ شَرٌّ مِنَ الآخَرِ، وَلَبِئْسَ عَبْدُ اللَّهِ أَنَا إِنْ كَذَبْتُ».
وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: «لَا تَقُومُ السَّاعَةُ إِلا عَلَى شِرَارِ النَّاسِ، كَرِجْرِجَةِ الْمَاءِ الْخَبِيثِ».
قَالَ أَبُو عبيد: الرجرجة بِكَسْر الراءين: هِيَ بَقِيَّة المَاء فِي الْحَوْض الكدرة المختلطة بالطين لَا يُمكن شربهَا، وَلا ينْتَفع بِهَا.





অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যুবায়ের ইবনে আদী (রাহিমাহুল্লাহ) বলেন: আমরা আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এসেছিলাম এবং হাজ্জাজ (ইবনে ইউসুফ)-এর পক্ষ থেকে আমরা যেসব কষ্টের সম্মুখীন হচ্ছিলাম, সে সম্পর্কে তাঁর কাছে অভিযোগ করলাম। তিনি বললেন: "তোমরা ধৈর্য ধারণ করো। কেননা, তোমাদের উপর এমন কোনো যুগ আসবে না, যার পরবর্তী যুগটি তার চেয়ে খারাপ না হয়—যতক্ষণ না তোমরা তোমাদের রবের সাথে মিলিত হও।" তিনি (আনাস) আরও বললেন, "আমি এই কথা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি।"

এই হাদীসটি সহীহ।

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: "আমার কাছে আমার পরিবার-পরিজনের মৃত্যু এতটুকুও গুরুত্ব বহন করে না, যতটুকু গুরুত্ব বহন করে তাদের সমসংখ্যক গোবরে পোকার মৃত্যু। (কারণ) তোমাদের উপর এমন কোনো বছর আসবে না, যা পূর্ববর্তী বছরের চেয়ে খারাপ হবে না। আর আমি যদি মিথ্যা বলি, তবে আমি কতই না মন্দ বান্দা!"

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আরও বলেছেন: "নিকৃষ্টতম লোকেদের উপর ব্যতীত কিয়ামত সংঘটিত হবে না, যেমন (নোংরা) পানির ’রাজরাজা’ (অবশিষ্ট ঘোলা অংশ)।"

আবু উবাইদ (রাহিমাহুল্লাহ) বলেছেন: ’আর-রাজরাজাহ’ (প্রথম দুটি ’রা’ তে যের দিয়ে উচ্চারিত) হলো পাত্র বা চৌবাচ্চার অবশিষ্ট সেই ঘোলা পানি, যা কাদামাটির সাথে মিশ্রিত থাকে এবং যা পান করা বা অন্য কোনো কাজে ব্যবহার করা সম্ভব নয়।