شرح السنة للبغوي
Sharhus Sunnah lil Bagawi
শারহুস সুন্নাহ লিল বাগাওয়ী
4300 - أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَحْمَدَ الْمَلِيحِيُّ، أَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ النُّعَيْمِيُّ، أَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، نَا مُحَمَّدٌ، نَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ»، قَالُوا: أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: «أَبَيْتُ»، قَالُوا: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: «أَبَيْتُ»، قَالُوا: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: «أَبَيْتُ»، قَالَ: «ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً، فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ لَيْسَ مِنَ الإِنْسَانِ شَيْءٌ إِلا يَبْلَى إِلا عَظْمٌ وَاحِدٌ، وَهُوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ».
هَذَا حَدِيثٌ مُتَّفَقٌ عَلَى صِحَّتِهِ، أَخْرَجَهُ مُسْلِمٌ أَيْضًا، عَنْ مُحَمَّدِ بْنِ الْعَلاءِ، عَنْ أَبِي مُعَاوِيَةَ
الْعجب: الْعظم الَّذِي فِي أَسْفَل الصلب، وَهُوَ العسيب.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "দুই ফুঁকের (সিংগায় ফুঁক) মধ্যবর্তী সময়কাল হলো চল্লিশ।"
সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, "চল্লিশ দিন?" তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "আমি তা নির্দিষ্ট করে বলতে অস্বীকার করছি (বা: আমি জানি না)।"
তারা জিজ্ঞাসা করলেন, "চল্লিশ মাস?" তিনি বললেন, "আমি তা নির্দিষ্ট করে বলতে অস্বীকার করছি।"
তারা জিজ্ঞাসা করলেন, "চল্লিশ বছর?" তিনি বললেন, "আমি তা নির্দিষ্ট করে বলতে অস্বীকার করছি।"
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "এরপর আল্লাহ তা’আলা আকাশ থেকে পানি বর্ষণ করবেন। ফলে মানুষ অঙ্কুরিত হবে, যেমন শাক-সবজি অঙ্কুরিত হয়। মানুষের সবকিছুই পচে গলে নিশ্চিহ্ন হয়ে যাবে, কেবল একটিমাত্র হাড় ব্যতীত। আর তা হলো ‘আজবুজ জানাব’ (মেরুদণ্ডের নিম্নভাগের অস্থি)। কিয়ামতের দিন তা থেকেই সৃষ্টিকে (মানুষকে) পুনরায় জোড়া লাগানো হবে।"