معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
معرفة السنن والآثار للبيهقي (48)
48 - وَفِي الْحَدِيثِ الثَّابِتِ عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خُطْبَتِهِ بِمِنًى يَوْمَ النَّحْرِ: «أَلَا لِيُبْلِغِ الشَّاهِدُ الْغَائِبَ فَلَعَلَّ بَعْضَ مَنْ يُبَلَّغَهُ أَنْ يَكُونَ أَوْعَى لَهُ مِنْ بَعْضِ مَنْ سَمِعَهُ»،
অনুবাদঃ আবু বাকরা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানীর দিনে মিনায় তাঁর খুতবার মধ্যে ইরশাদ করেছেন: “সাবধান! যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতদের কাছে (এই বাণী) পৌঁছিয়ে দেয়। কেননা হতে পারে যাদের কাছে এই বাণী পৌঁছানো হবে, তাদের কেউ কেউ যারা সরাসরি শুনেছে তাদের কারো কারো চেয়ে এর অধিক উপলব্ধি ও সংরক্ষণকারী হবে।”