الحديث


معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী





معرفة السنن والآثار للبيهقي (69)


69 - وَبِهَذَا الْإِسْنَادِ قَالَ: قَالَ الشَّافِعِيُّ فَقَالَ: هَذَا عِنْدِي كَمَا وَصَفْتَ فَتَجِدُ حُجَّةً عَلَى مَنْ رَوَى أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا جَاءَكُمْ عَنِّي فَاعْرِضُوهُ عَلَى كِتَابِ اللَّهِ فَمَا وَافَقَهُ فَأَنَا قُلْتُهُ، وَمَا خَالَفَهُ فَلَمْ أَقُلْهُ» -[117]-




অনুবাদঃ এবং এই সূত্রে (বর্ণিত আছে যে), ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেন: ‘এটি আমার নিকট তেমনই, যেমন আপনি বর্ণনা করেছেন।’

সুতরাং এটি তাদের বিরুদ্ধে একটি প্রমাণ হিসেবে পাওয়া যায়, যারা এই মর্মে বর্ণনা করে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘আমার পক্ষ থেকে তোমাদের কাছে যা কিছু আসে, তা তোমরা আল্লাহ্‌র কিতাবের উপর পেশ করো। অতঃপর যা তার সাথে মিলে যায়, তা আমি বলেছি; আর যা তার বিরোধী হয়, তা আমি বলিনি।’