معرفة السنن والآثار للبيهقي
Ma`arifatus-Sunani wal-Asar lil Bayhaqi
মা`আরিফাতুস-সুনানি ওয়াল-আসার লিল বায়হাক্বী
90 - ح وَأَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ الطَّرَائِفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، فِيمَا قَرَأَ عَلَى مَالِكٍ فَذَكَرَاهُ. رَوَاهُ الْبُخَارِيُّ فِي الصَّحِيحِ عَنِ الْقَعْنَبِيِّ وَرَوَاهُ مُسْلِمٌ عَنْ يَحْيَى بْنِ يَحْيَى، عَنْ مَالِكٍ وَأَرْدَفَاهُ بِحَدِيثِ سَالِمٍ،
অনুবাদঃ ৯০ - 'হা' (অন্য সনদের সাথে সংযোগকারী চিহ্ন)। আমাদেরকে আবু যাকারিয়া ইবনে আবি ইসহাক সংবাদ দিয়েছেন, তিনি বলেন: আবুল হাসান আত্ব-ত্বরায়িফি আমাদের সংবাদ দিয়েছেন, তিনি বলেন: উসমান ইবনে সাঈদ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: আল-কা'নাবি আমাদের নিকট বর্ণনা করেছেন, যা তিনি মালিকের কাছে পাঠ করেছিলেন, এরপর তাঁরা দু'জন তা (হাদীসটি) উল্লেখ করেছেন। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) তাঁর সহীহ গ্রন্থে আল-কা'নাবির সূত্রে এটি বর্ণনা করেছেন। আর ইমাম মুসলিম (রাহিমাহুল্লাহ) ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া সূত্রে ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) থেকে এটি বর্ণনা করেছেন, এবং তাঁরা দু'জন এর সাথে সালিমের হাদীস সংযুক্ত করেছেন।