شعب الإيمان للبيهقي
Shu’abul Iman lil-Bayhaqi
শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
10726 - أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أَنَا أَبُو الْفَضْلِ بْنُ خَمِيرَوَيْهِ الْهَرَوِيُّ، ثَنَا أَحْمَدُ بْنُ نَجْدَةَ، ثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، ثَنَا خَدِيجُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ صِلَةَ بْنَ زُفَرَ، يَقُولُ: ثَنَا أَبُو الْيَقْظَانِ عَمَّارُ بْنُ يَاسِرٍ، قَالَ: " ثَلَاثٌ مَنْ جَمَعَهُنَّ جَمَعَ الْإِيمَانَ: الْإِنْفَاقُ مِنَ الْإِقْتَارِ؛ يُنْفِقُ وَأَنْ يَعْلَمَ أَنَّ اللهَ عَزَّ وَجَلَّ سَيُخْلِفُ لَكُمْ، وَبِإِنْصَافِ النَّاسِ مِنْ نَفْسِكَ لَا تُلْجِئُ أَحَدًا إِلَى سُلْطَانٍ لِيَذْهَبَ بِحَقِّهِ، وَبَذْلُ السَّلَامِ لِلْعَالِمِ "
فَصْلٌ فِي إِنْظَارِ الْمُعْسِرِ وَالتَّجَاوُزِ عَنْهُ وَالرِّفْقِ بِالْمُوسِرِ وَالْوَضْعٍ عَنْهُ
অনুবাদঃ আম্মার ইবনে ইয়াসির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: তিনটি বিষয় এমন, যে ব্যক্তি এগুলোকে একত্রিত করবে (বা ধারণ করবে), সে যেন ঈমানকে একত্র করলো (বা পূর্ণ করলো)।
১. অভাবের মাঝেও (আল্লাহর পথে) খরচ করা— সে খরচ করবে এই জ্ঞান নিয়ে যে আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দেবেন (বা তা পূরণ করে দেবেন)।
২. নিজের পক্ষ থেকে লোকদের প্রতি ইনসাফ করা (বা ন্যায় প্রতিষ্ঠা করা) এমনভাবে যে, তুমি কাউকে তার অধিকারের জন্য ক্ষমতাসীন বা বিচারকের কাছে যেতে বাধ্য করবে না (অর্থাৎ তুমি নিজেই তার হক আদায় করে দেবে)।
৩. সকলের প্রতি সালাম প্রদান করা (বা সালামের প্রসার ঘটানো)।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: حسن.