شرح مشكل الآثار
Sharhu Mushkilil-Asar
শারহু মুশকিলিল-আসার
شرح مشكل الآثار (224)
224 - وَكَمَا قَدْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
অনুবাদঃ মুহাম্মাদ ইবনু খুযাইমা আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, উবায়দুল্লাহ ইবনু মুহাম্মাদ আত-তাইমী আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়াযীদ ইবনু যুরাই’ ইউনুস ইবনু উবাইদ থেকে বর্ণনা করেছেন। অতঃপর তিনি (পূর্বোক্ত হাদীসের) সনদসহ তার অনুরূপ (মতন) বর্ণনা করেছেন।