شرح مشكل الآثار
Sharhu Mushkilil-Asar
শারহু মুশকিলিল-আসার
6102 - وَكَمَا حَدَّثَنَا يُونُسُ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي رِجَالٌ مِنْ أَهْلِ الْعِلْمِ، مِنْهُمْ: مَالِكُ بْنُ أَنَسٍ: أَنَّ نَافِعًا، مَوْلَى ابْنِ عُمَرَ حَدَّثَهُمْ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ، وَلَمْ يَذْكُرْ بَيْنَهُ وَبَيْنَ أَبِي سَعِيدٍ ابْنَ عُمَرَ
অনুবাদঃ আবু সাঈদ আল-খুদরি (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে তিনি এর অনুরূপই বর্ণনা করেছেন।
আর ইউনুস আমাদের কাছে যেমন হাদিস বর্ণনা করেছেন, ইবনু ওয়াহব আমাদের খবর দিয়েছেন, তিনি বলেন, জ্ঞানীদের মধ্য থেকে অনেক লোক আমাকে খবর দিয়েছেন—তাদের মধ্যে ইমাম মালিক ইবনু আনাসও রয়েছেন—যে ইবনু উমরের আযাদকৃত গোলাম নাফি’ তাদের কাছে এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি (নাফি’) তাঁর এবং আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর মাঝে ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে উল্লেখ করেননি।