المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
158 - وَعَن عمرَان بن حُصَيْن قَالَ: " كنت مَعَ النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فِي مسير لَهُ فأدلجنا ليلتنا حَتَّى إِذا كَانَ وَجه الصُّبْح عرّسنا فغلبتنا أَعيننَا حَتَّى بزغت الشَّمْس قَالَ: فَكَانَ أول من اسْتَيْقَظَ منا أَبُو بكر، وَكُنَّا لَا نوقظ نَبِي الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ من مَنَامه إِذا نَام حَتَّى يَسْتَيْقِظ، ثمَّ اسْتَيْقَظَ عمر فَقَامَ عِنْد نَبِي الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَجعل يكبر وَيرْفَع صَوته [بِالتَّكْبِيرِ] حَتَّى اسْتَيْقَظَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَلَمَّا رفع رَأسه وَرَأَى الشَّمْس قد بزغت قَالَ: ارتحلوا، فَسَار بِنَا حَتَّى إِذا ابْيَضَّتْ الشَّمْس نزل فَصَلى بِنَا الْغَدَاة " مُتَّفق عَلَيْهِ، وَاللَّفْظ لمُسلم.
অনুবাদঃ ইমরান ইবনে হুসাইন (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাঁর এক সফরে ছিলাম। আমরা রাতভর চলতে থাকলাম। যখন ভোর হওয়ার সময় হলো, আমরা বিশ্রাম গ্রহণের জন্য থামলাম। তখন আমাদের চোখ ঘুমিয়ে পড়ল (আমরা ঘুমিয়ে গেলাম), ফলে সূর্য উদয় হয়ে গেল। তিনি (ইমরান) বললেন: আমাদের মধ্যে সর্বপ্রথম জাগ্রত হলেন আবূ বকর (রাদিয়াল্লাহু আনহু)। আর আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকতেন, তখন তিনি নিজে জাগ্রত না হওয়া পর্যন্ত তাঁকে জাগাতাম না। অতঃপর উমার (রাদিয়াল্লাহু আনহু) জাগ্রত হলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ালেন এবং উচ্চস্বরে তাকবীর বলতে শুরু করলেন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। যখন তিনি মাথা তুললেন এবং দেখলেন সূর্য উদিত হয়ে গেছে, তখন তিনি বললেন: ‘এখান থেকে স্থান ত্যাগ করো।’ এরপর তিনি আমাদেরকে নিয়ে চলতে শুরু করলেন। যখন সূর্যের আলো উজ্জ্বল হয়ে গেল, তখন তিনি অবতরণ করলেন এবং আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন।