المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
160 - عَن عبد الله بن عَمْرو أَن نَبِي الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " وَقت الظّهْر إِذا زَالَت الشَّمْس وَكَانَ ظلّ الرجل كَطُولِهِ مَا لم يحضر الْعَصْر، وَوقت الْعَصْر: مَا لم تصفر الشَّمْس، وَوقت [صَلَاة] الْمغرب: مَا لم يغب الشَّفق، وَوقت صَلَاة الْعشَاء إِلَى نصف اللَّيْل الْأَوْسَط، وَوقت صَلَاة الصُّبْح: من طُلُوع الْفجْر مَا لم تطلع الشَّمْس، فَإِذا طلعت الشَّمْس فَأمْسك عَن الصَّلَاة فَإِنَّهَا تطلع بَين قَرْني شَيْطَان ". وَفِي لفظ: " وَقت صَلَاة الْمغرب إِذا غَابَتْ الشَّمْس مَا لم يسْقط الشَّفق " رَوَاهُ مُسلم.
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু আমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যুহরের সময় হলো যখন সূর্য পশ্চিম দিকে হেলে যায় এবং ব্যক্তির ছায়া তার উচ্চতার সমান হয়, যতক্ষণ না আসরের সময় উপস্থিত হয়। আর আসরের সময় হলো: যতক্ষণ না সূর্য হলুদ বর্ণ ধারণ করে। আর মাগরিবের (সালাতের) সময় হলো: যতক্ষণ না শাফাক (সন্ধ্যা লোহিত আভা) অদৃশ্য হয়ে যায়। আর ঈশার সালাতের সময় মধ্যবর্তী অর্ধরাত্রি পর্যন্ত। আর ফজরের সালাতের সময় হলো: ফজর উদয় হওয়া থেকে শুরু করে যতক্ষণ না সূর্য উদয় হয়। যখন সূর্য উদয় হয়, তখন সালাত থেকে বিরত থাকো। কেননা তা শয়তানের দুই শিংয়ের মধ্যখান দিয়ে উদিত হয়।"
অন্য বর্ণনায় আছে: "মাগরিবের সালাতের সময় যখন সূর্য ডুবে যায়, যতক্ষণ না শাফাক (লাল আভা) চলে যায়।"