الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (187)


187 - وَعَن أبي قَتَادَة فِي حَدِيث طَوِيل فِيهِ النّوم عَن الصَّلَاة، وَفِيه: " ثمَّ أذن بِلَال بِالصَّلَاةِ فَصَلى رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ رَكْعَتَيْنِ ثمَّ صَلَّى الْغَدَاة فَصنعَ كَمَا كَانَ يصنع كل يَوْم " رَوَاهُ مُسلم.




অনুবাদঃ আবূ কাতাদাহ্ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, সালাত থেকে ঘুমিয়ে পড়ার একটি দীর্ঘ হাদীসে আছে: “অতঃপর বিলাল সালাতের জন্য আযান দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি ফজরের সালাত আদায় করলেন এবং প্রতিদিন তিনি যেমন করতেন, তেমনই করলেন।” (মুসলিম)