الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (189)


189 - وَعَن سعيد بن جُبَير عَن ابْن عمر قَالَ: " جمع رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ بَين الْمغرب وَالْعشَاء بِجمع: صَلَّى الْمغرب ثَلَاثًا، وَالْعشَاء رَكْعَتَيْنِ بِإِقَامَة وَاحِدَة " رَوَاهُ مُسلم. وَفِي رِوَايَة لأبي دَاوُد: " بِإِقَامَة وَاحِدَة لكل صَلَاة وَلم يناد فِي الأولَى وَلم يسبح عَلَى إِثْر وَاحِدَة مِنْهُمَا "، وَفِي رِوَايَة: " وَلم يناد فِي وَاحِدَة مِنْهُمَا ".




অনুবাদঃ আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাম’ [মুযদালিফায়] মাগরিব ও ইশার সালাত একত্র করে আদায় করেন। তিনি মাগরিব তিন রাকাত এবং ইশা দুই রাকাত আদায় করলেন, এক ইকামাতে।

আবু দাঊদের এক বর্ণনায় রয়েছে: "প্রতি সালাতের জন্য এক একটি ইকামত দেওয়া হয়েছিল। তিনি প্রথমটির জন্য আযান দেননি এবং সে দুটোর কোনোটির পরেও তিনি [নফল সালাত] আদায় করেননি।"

অন্য এক বর্ণনায় রয়েছে: "আর দুটোর কোনোটির জন্যই আযান দেওয়া হয়নি।"