المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
196 - وَعَن عُثْمَان بن أبي الْعَاصِ أَنه قَالَ: " يَا رَسُول الله اجْعَلنِي إِمَام قومِي، قَالَ: أَنْت إمَامهمْ، واقتد بأضعفهم، وَاتخذ مُؤذنًا لَا يَأْخُذ عَلَى أَذَانه أجرا " رَوَاهُ أَحْمد، وَأَبُو دَاوُد، وَابْن ماجة، وَالنَّسَائِيّ، وَالْحَاكِم، وَقَالَ: (عَلَى
شَرط مُسلم) ، وَفِي رِوَايَة: " أَن آخر مَا عهد إلىّ النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ أَن أَتَّخِذ مُؤذنًا لَا يَأْخُذ عَلَى أَذَانه أجرا " رَوَاهُ ابْن ماجة، (وَالتِّرْمِذِيّ حسنه) .
(
অনুবাদঃ উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “হে আল্লাহর রাসূল! আমাকে আমার গোত্রের ইমাম বানিয়ে দিন।” তিনি বললেন: “তুমি তাদের ইমাম, আর তুমি তাদের মধ্যে দুর্বলতম ব্যক্তির (অবস্থা অনুযায়ী) অনুসরণ করো, এবং এমন একজন মুআজ্জিন নিযুক্ত করো যে তার আযানের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করে না।”
আরেক বর্ণনায় আছে: "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সর্বশেষ যে উপদেশ দিয়েছেন, তা হলো— আমি যেন এমন একজন মুআজ্জিন নিযুক্ত করি, যে তার আযানের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করে না।”